চার ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরানা পল্টনের বহুতল ভবন সাব্বির টাওয়ারের ছাদে লাগা আগুন।
শনিবার (৪ মে) রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক সালেহউদ্দিন আহমেদ। এর আগে রাত সাড়ে ৮টার দিকে ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটে।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে ঘটনাটি তদন্তে বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি আরও জানান, আগুন পুরোপুরি নির্বাপণের কাজ এখনও চলমান রয়েছে।
এছাড়া তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যায়নি। যদিও আগুন লাগার কারণ জানানো হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, বহুতল ভবন সাব্বির টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। এর আগে রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন লাগার তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী এবং ভবনটির ব্যবসায়ীরা জানান, ১১তলা ভবনের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসের দোকান। ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরির কারখানা ছিল।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে জানিয়ে তারা জানান, সন্ধ্যা ৬টায় একবার শর্টসার্কিটের ঘটনা ঘটে। যেটি তাৎক্ষণিকভাবে মিস্ত্রি এনে ঠিক করা হয়। কিন্তু পরবর্তীতে ৮টা ২০ থেকে ২৫ এর দিকে আবারও শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরির কারখানা ছিল। সেখানেই আগুনের ঘটনা ঘটে। ছাদে কারখানার টিন থাকায় আগুন নেভাতে ভোগান্তি পোহাতে হয়। পাশের মসজিদ থেকে পানি নেয়া হয়।
বিডি প্রতিদিন/মুসা