চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের ২৫টি জেলায় কম খরচে ২৪ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেয়ার জন্য পরিবহন সুবিধা দিবে বাংলাদেশ ডাক বিভাগের বিশেষ ডাক সেবা ‘স্পিডপোস্ট’। ডাক অধিদপ্তরের পরিচালক কবির আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন মৌসুমি ফল/আম পরিবহনের জন্য ডাক বিভাগের স্পিডপোস্টে’র মাধ্যমে প্রায় সবকটি জেলা শহরে (বান্দরবান খাগড়াছড়ি, নেত্রকোনা ব্যতীত) ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে দেবে ডাক বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সারোয়ার জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, ঢাকা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট ও কুড়িগ্রাম জেলা চাঁপাইনবাবগঞ্জের আম পৌঁছে দেয়া হবে। এছাড়াও ৪৮ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডাক বিভাগ।
জেলাগুলো হলো, রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা, সিলেট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ও গাজীপুর।
ডাক বিভাগের স্পিড পোস্টে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত আম পরিবহণ করা যাবে। এজন্য প্রথম কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজি ৫ টাকা হারে ডাক মাশুল প্রযোজ্য হবে। এদিকে, ডাক বিভাগের এই ঘোষণায় অনলাইন ভিত্তিক বিক্রেতাসহ আত্মীয়স্বজনরা কম খরচে গ্রাহকের কাছে পাঠাতে পারবেন আমসহ বিভিন্ন পণ্য।
এবিষয়ে আম সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকসেবা নিশ্চিত করতে পারলে দীর্ঘদিন ধরে চলা বেসরকারি কুরিয়ার সার্ভিস ব্যবসায়ীদের দৌরাত্ম কমবে। কারণ কুরিয়ারে যেখানে এক মণ আম পাঠাতে ৬’শ থেকে ৮’শ টাকা খরচ পড়ে, সেখানে ডাক বিভাগের এই স্পিডপোস্টে’ খরচ পড়বে ১৬০ থেকে ১৭০ টাকা। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সারোয়ার জাহান বলেন, গ্রাহকসেবা নিশ্চিতে নেয়া হচ্ছে সব ধরণের প্রস্তুতি। তিনি আরও বলেন, গ্রাহকদের, চাহিদা, আস্থা ও বিশ্বাস অর্জনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল