মুন্সিগঞ্জের গজারিয়ায় আড়ালিয়া গ্রামে মর্টার শেল নিষ্ক্রিয় করার সময় ঘটা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিবে বিএনপি। শুক্রবার (০২ মে) সকাল সাড়ে এগারোটায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক একথা বলেন।
তিনি বলেন, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আমাদের কেন্দ্রীয় পার্টি অফিসে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। তারা আমাকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করতে বলেছেন। প্রকৃত অর্থেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, আমি মনে করি পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আরো সতর্ক হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কমানো যেত। স্থানীয় লোকজনদেরও আরো সচেতন করা দরকার ছিল।
এ সময় তার সঙ্গে ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, গজারিয়া উপজেলা বিএনপি নেতা শরীফ মাষ্টার, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, বালুয়াকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জহিরুল হক খান রিটু, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিহীন উল্লাহ মিহীন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফুয়াদ মৃধা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ