সরাসরি কৃষকের কাছ থেকে ৫০ লাখ টন ধান ক্রয়, গরিব কৃষক ক্ষেতমজুর ও শ্রমজীবীদের জন্য স্বল্পমূল্যে রেশন চালু, সার-বীজ-সেচ-কীটনাশকে পর্যাপ্ত ভর্তুকি প্রদানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের দিনাজপুর জেলা সমন্বয়ক মনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি আকতার আজিজ, বাংলাদেশ কৃষক সমিতির জেলা সভাপতি দয়ারাম রায়।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাংলাদেশ কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হাসান সিদ্দিকী, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এমআই