রাজশাহী থেকে নিখোঁজ হয়ে গেছে এক মাদরাসা পড়ুয়া যুবক। গত ১৯ এপ্রিল বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ যুবক মিজানুর রহমানের (২২) পিতা জাকির হোসেন।
জাকির হোসেন জানান, তাদের বাড়ি ময়মনসিংহে। সেখানে তার মুদি দোকান আছে। এছাড়া রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম এলাকায় আত্মীয়ের বাড়ি আছে। ২০২৩ সাল থেকে তার ছেলে মিজানুর রাজশাহীর মালোপাড়া এলাকার দারুল উলুম মাদরাসায় পড়াশোনা করে। ১৯ এপ্রিল হড়গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে মাদরাসার জন্য বের হয়। এরপর আর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মাদরাসা কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, মিজানুর সেখানে যায়নি।
নগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক আবদুল হালিম জানান, সাধারণ ডায়েরির পর বিষয়টি দেশের সব থানায় জানানো হয়েছে। তারা মিজানুরের সন্ধানে কাজ করছেন। যেহেতু সে মোবাইল ফোন ব্যবহার করে না, তাই তার অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বিডি প্রতিদিন/এএ