চীন সরকারের অর্থায়নে এক হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল তিস্তা নদী বেষ্টিত রংপুরের গঙ্গাচড়ায় নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শনিবার বিকালে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের তিস্তা সড়ক সেতুতে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ তিস্তা নদীবেষ্টিত চরের সহস্রাধিক নারী-পুরুষ কর্মসূচিতে অংশ নেন।
তিস্তা উন্নয়ন ফোরাম আয়োজিত এ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, অ্যাডভোকেট সামসুল হুদা, যুবদল নেতা মিজানুর রহমান লুলু, ইসলামী বাংলাদেশের গঙ্গাচড়া সভাপতি আনিছুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আহমেদ, জাতীয় নাগরিক পার্টির গঙ্গাচড়া প্রতিনিধি ইফাত চৌধুরী, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তারা বাংলাদেশে এক হাজার শয্যার ৩টি হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে বন্ধুত্বের নজির স্থাপন করেছে। তার মধ্যে একটি হাসপাতাল তিস্তা নদীর অবহেলিত এলাকায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। গঙ্গাচড়া তিস্তা নদীর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। তাই অবহেলিত, ভাঙন কবলিত তিস্তাপাড়ের মানুষের স্বাস্থ্য, কর্মসংস্থানসহ স্থানীয় বাসিন্দাদের জীবন-মান উন্নয়নে গঙ্গাচড়ার লক্ষীটারী ইউনিয়নে হাসপাতাল প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, বিভাগীয় জেলা হওয়ায় রংপুরে হাসপাতাল প্রতিষ্ঠা হলে প্রতিটি জেলার মানুষের চিকিৎসা নিতে সহজ হবে। এ লক্ষ্যে আমরা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
বিডিপ্রতিদিন/কবিরুল