কুড়িগ্রামের সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজে গমণেচ্ছুদের দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার দুপুরে দুদিন ব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে দুদিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো:নাসির উদ্দিন ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।এতে প্রায় শতাধিক হজে গমণেচ্ছু হজ যাত্রী প্রশিক্ষণে অংশ নেন।
বিডি প্রতিদিন/নাজমুল