ঝিনাইদহে পাওয়ানা টাকা চাওয়ায় মোহাম্মদ আলী (৫৭) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাতাল শ্রমিকদের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বাদপুকুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী বাদপুকুর পশ্চিমপাড়া গ্রামের আরেক মুদি দোকানি আব্দুল হালিম জানান, বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলাম। পথিমধ্যে আব্দুল রবের চাতালের কাছে আসা মাত্রই মুদি দোকানি মোহাম্মদ আলী আমাকে ডাক দেন। এরপর আমার কাছে বলেন বেশ কিছুদিন ধরে এরা আমার কাছ থেকে ৮৪০ টাকা বাকি সদাই দিয়েছে। কিন্তু টাকা দিচ্ছে না। আজ আমি বাকি টাকা চাইতে এসেছি ওরা আমাকে মারধর করছে। প্রাথমিক পর্যায়ে তাদের মারামারি থামিয়ে দিয়ে কিছু দূর চলে আসি। সেসময় দূর থেকে দেখতে পায় মোহাম্মদ আলীকে মাটিয়ে ফেলে চাতাল শ্রমিক আশাদুল ইসলাম তার বুকের উপর উঠে বসে আঘাত করছে। আর তার পিতা আশকার আলী ও তার মা আয়শা খাতুনও মারধর করছে। ওইসময় স্থানীয়রা আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করছি কিল, ঘুষিতে মুদি দোকানির মৃত হয়েছে। এ ঘটনায় চাতাল শ্রমিক আশাদুল ইসলাম, তার পিতা আশকার আলী এবং মা আয়েশা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। আর ময়নাতদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।
বিডি প্রতিদিন/এএ