ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা আব্দুস শরীফ একাডেমি মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম বাবুল বলেন, ‘যারা অন্যায় করে, জুলুম করেছে, তারাই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমাদের নেত্রী কখনও পালায় না। আমরা পালিয়ে যাবো না।’
তিনি বলেন, ‘আমাদের কাছে সাধারণ মানুষ নিরাপদ। আমরা মানুষকে সম্মান দিতে পারি। আগামীতে ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলাকে ধানের শীষের দুর্গ হিসেবে গড়ে তোলা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা রাতের ভোটে বিশ্বাসী নই। সাধারণ মানুষের ভোটেই এমপি হতে চাই।’
আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘আওয়ামী লীগের নেতারা সম্পদের পাহাড় গড়েছে, বিদেশে টাকা পাচার করেছে।’
বিডি প্রতিদিন/জামশেদ