বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের লেখনীর মাধ্যমে জাতি জাগ্রত হয়। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
শনিবার (২২ মার্চ) জয়পুরহাটে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।
এসময় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম বুলেট, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা