বগুড়ার সোনাতলা উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার চরপাড়া বয়রা কারিগরি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী রফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর হক লিপন, জিয়া শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি এনামুল হক পান্না, সাংগঠনিক সম্পাদক হারুন-উর রশিদ সুজন, সোনাতলা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম