বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া নিজ গ্রামে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইছাক সরকার, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট নূরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গোলাম মহিয়ার খান শিপার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জামিলুর রশিদ খান, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাঈদ, সদস্য সচিব আ. ছালাম বাদল।
উল্লেখ্য, ২০১১ সালের ১৬ মার্চ বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, ৫ বারের সংসদ সদস্য বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খোন্দকার দেলোয়ার বিএনপির মহাসচিব নিযুক্ত হন। এরপর তত্ত্বাবধায়ক সরকারের পুরো সময় বিএনপির নানা সঙ্কটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিডি প্রতিদিন/জামশেদ