দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা দল। আজ সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রাফাত আরা ডলি, সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী ও যশোর নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন প্রকট আকার ধারণ করে। এসব নৃশংস প্রত্যেকটি ঘটনার সাথে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ জড়িত। ভুক্তভোগীরা বিচার পায়নি। বিএনপি ছাড়া কেউ এসব অপকর্মের প্রতিবাদ করার সাহস করেনি।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের দুর্বৃত্তদের সব অপকর্মের বিচার হবে বলে দেশের মানুষ প্রত্যাশা করেছিল। কিন্তু সেটা হয়নি। ফলে দুষ্কৃতিকারীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বক্তারা মাগুরায় শিশু আসিয়ার ওপর পাশবিক নির্যাতনের সাথে জড়িতসহ সব নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিডি প্রতিদিন/জামশেদ