বগুড়া সদর উপজেলার ৫টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদে খাদ্যবান্ধব কমিটির সভায় এ ডিলার নিয়োগ করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার শিউলি প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ জানান, সদর উপজেলায় মোট ৬০টি ডিলারের মধ্যে বিগত সময়ে ৫১টির নিয়োগ দেয়া হয়েছে। বাকি ৯টিতে বিভিন্ন সমস্যা থাকায় নিয়োগ বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির বাকি ডিলার নিয়োগ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ