ফেনী শহরের রাজাঝির দীঘির পারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গত কয়েক বছর ধরে দফায় দফায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও পুনরায় আবার শুরু হয় অবৈধ দখলদারিত্ব।
বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এবং পৌর প্রশাসক গোলাম আহমেদ বাতেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
তবে বিকল্প ব্যবস্থা না করে এমন উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য ক্ষোভ প্রকাশ করেন দীঘির পাড়ের সাধারণ ব্যবসায়ীরা।
বিডি প্রতিদিন/এমআই