আওয়ামী পন্থী শিক্ষককে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টার প্রতিবাদে দুইদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি করেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম সাইফুল ইসলামকে যবিপ্রবির প্রোভিসি করার চেষ্টা চলছে।
তারা বলেন, ড. এ এফ এম সাইফুল ইসলাম পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত চাকরিচ্যুত সাবেক সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানমের স্বামী। ২০১৮ সালের নির্বাচনের সময় নাজমানারা খানম সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে রাতের ভোটের মূল কারিগর ছিলেন। ২০১২ সালে নাজমানারা খানমের লবিংয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান ড. সাইফুল। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতাও ছিলেন তিনি।
শিক্ষার্থীরা বলেন, যবিপ্রবিতে স্বৈরাচারের দোসরদের পূনর্বাসন করতে দেওয়া হবে না। ড. সাইফুলকে প্রোভিসি করা হলে রবিবার থেকে যবিপ্রবি ক্যাম্পাস অচল করে দেওয়ারও হুমকি দেন তারা।
সংবাদ সম্মেলনে যবিপ্রবি শিক্ষার্থী হাবিবুর রহমান ইমরান, মেহেদী হাসান সাব্বির, ইসমাইল হোসেন, মাসুদ রানা, সুমন আলী, আব্দুল খালেকসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ