দিনাজপুরের চিরিরবন্দরে চড়কডাঙ্গা বাজারে ২০০ বছরের পুরোনো বট গাছ উপড়ে পড়ে রাস্তা ও দোকানের ওপর। গাছের নিচে থাকা কয়েকটি দোকান ভেঙে যায়। তিনজন পথচারী আহত হন। গতকাল ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, চড়কডাঙ্গা বাজারে অন্তত ২০০ বছরের পুরোনো একটি বট গাছ ছিল। গতকাল দুপুরে পুরোনো এ গাছটি হঠাৎ উপড়ে পড়ে। বাজারে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তিনজন পথচারী আহত হন। প্রকৌশলী বলরাম কুন্ডু বলেন, দ্রুত লাইন মেরামত করে সংযোগ চালু করা হয়েছে।