নাটোরের সিংড়ায় মিঠুন শাহ (২৬) হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল ইসলাম নিক্সনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার খেজুরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নিক্সন সিংড়া পৌর শহরের পেট্রোবাংলা এলাকার নাসিরুল ইসলামের ছেলে। মিঠুন আদিমপুর গ্রামের মৃত গোলাপ শাহের ছেলে এবং চা-মনোহারী ব্যবসায়ী ছিলেন।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।