গাইবান্ধা সদর উপজেলায় পুকুর থেকে তাহেরা বেগম (৪০) নামে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে চকবুরুল থেকে লাশটি উদ্ধার করা হয়। তাহেরা পলাশবাড়ী উপজেলার গোডাউন বাজার এলাকার আবু তালেবের মেয়ে। স্থানীয়রা জানান, তাহেরা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পাশাপাশি তার মানসিক সমস্যা ছিল। এসআই আবদুল আলীম বলেন, তাহেরা বেগমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।