টমটম অটোরিকশার দাপটে হবিগঞ্জ শহর এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। যেখানেসেখানে এসব যানবাহন দাঁড়িয়ে থাকা ও যাত্রী ওঠানো-নামানোর পাশাপাশি ফুটপাত দখলের কারণে শহরে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে শিক্ষার্থী অফিস-আদালতগামী ও পথচারীরা পড়ছেন চরম ভোগান্তিতে। অনুুমোদনহীন হাজার হাজার টমটম-অটোরিকশা ও বেপরোয়া ও অদক্ষ চালকের কারণেই এ ভোগান্তি- অভিযোগ শহরবাসীর। সংশ্লিষ্টরা জানায়, ২৩ লক্ষাধিক মানুষের বসবাস এ জেলায়। শিক্ষা স্বাস্থ্য অফিস আদালতসহ সবকিছুই গড়ে উঠেছে হবিগঞ্জ শহরকে কেন্দ্র করে। এ কারণে প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ নানা কাজে আসে ব্যস্ত এই শহরে। কিন্তু তীব্র যানজটের কারণে ভোগান্তির শিকার হতে হয় তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জ পৌর এলাকায় চলাচলের জন্য ১২০০ টমটম-অটোরিকশার অনুমোদন দেওয়া হয়েছে। তবে বাস্তবে পৌরসভা ও এর আশপাশের এলাকায় প্রতিদিন চলাচল করে ৫ হাজারেরও অধিক টমটম অটোরিকশা। শহরের প্রধান সড়ক ও বাইপাস সড়কসহ যেখানেসেখানে দাঁড় করায় ও যাত্রী উঠানো-নামানো করে চালকরা। আর তাতেই সৃষ্টি হয় তীব্র যানজট। সরেজমিন শহরের চৌধুরী বাজার পয়েন্ট, বগলা বাজার, সওদাগর জামে মসজিদ পয়েন্ট, বাইপাস সড়কের বৃন্দাবন কলেজ রোড মোড়, ঘাটিয়া বাজার, বেবিস্ট্যান্ড মোড়, অনামিকা কমিউনিটি সেন্টার মোড় ও শায়েস্তানগর, তিন কোনা পুকুর পাড় ও সবুজবাগসহ বিভিন্ন এলাকায় দেখা যায় যানজট। স্থানীয়দের অভিযোগ, বাসস্ট্যান্ড থেকে চৌধুরী বাজার যেতে সময় লাগার কথা ১০ থেকে ১৫ মিনিট। সেখানে যানজটের কারণে লাগে প্রায় ১ ঘণ্টা। দীর্ঘদিন ধরে অবৈধভাবে হাজার হাজার টমটম-অটোরিকশা হবিগঞ্জ শহরে চললেও তা নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ট্রাফিক বিভাগ ও পৌর কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই শহরে যানজটের তীব্রতা বেড়েছে। কলেজছাত্র আরিফ আহমেদ বলেন, হবিগঞ্জ শহর এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। মাত্র ৫ মিনিটের রাস্তা যেতেও সময় লাগে ২৫ থেকে ৩০ মিনিট। ব্যবসায়ী আমির হোসেন বলেন, যানবাহনের সংখ্যা বাড়ছে। তার ওপর যত্রতত্র যাত্রী ওঠানামায় যানজট তীব্র হচ্ছে। পথচারী রাহিমুল মিয়া বলেন, অবৈধ যানবাহনের পাশাপাশি ফুটপাত দখলের কারণেও হবিগঞ্জ শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। ট্রাফিক বিভাগের দাবি- প্রতিদিনই অবৈধ টমটম অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন তারা। নম্বরবিহীন টমটম অটোরিকশা আটক করে দেওয়া হচ্ছে মামলা। পৌর কর্তৃপক্ষ বলছে, শহরে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ যানবাহন জব্দ করে আইনানুগব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। যানজট যাতে সৃষ্টি না হয় সে লক্ষ্যে জনবহুল এলাকায় যাত্রী ওঠানামা না করার অনুরোধ জানান তারা। হবিগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, আমরা পৌর এলাকাকে যানজট মুক্ত রাখতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ যানবাহন আটক ও সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, শহরে যাতে যানজটের সৃষ্টি না হয় সে জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিরোনাম
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
অটোরিকশার দাপট, তীব্র যানজট
হবিগঞ্জ - যেখানেসেখানে দাঁড়িয়ে থাকা ও যাত্রী উঠানো নামানো, ফুটপাত দখলে বেড়েছে যানজট
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর