দিনাজপুর সদর উপজেলার আটটি গ্রামকে গতকাল ইকো ভিলেজ বা পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা করা হয়েছে। গ্রামগুলো হলো- সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুর, বেলা বাড়ি, ফাজিলপুরের মহেশপুর, শেখপুরার উত্তর গোপালপুর, শশরার শ্রীকণ্ঠপুর, আউলিয়াপুরের পাইকপাড়া, উথরাইল ইউনিয়নের জতবহবন ও দিনাজপুর পৌরসভার গুঞ্জাবাড়ি। দিনাজপুর এরিয়া প্রোগাম, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম, পরিবেশবান্ধব কমিটির সহযোগিতায় এ ঘোষণা দেওয়া হয়। সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্ঠার গমেজ বলেন, পরিবেশবান্ধব গ্রাম হচ্ছে একটি সার্বিক মানবিক ব্যবস্থাপনা।