গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধনের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অভিযানিক দলের দুই সদস্য আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। পুলিশ ও এলাকাবাসী জানান, গোপালপুরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বাঙালি নদীর শাখায় পানির প্রবাহ রোধ করে নিষিদ্ধ খরা জাল (ফিক্সড) দিয়ে দেশি মাছ নিধনের মহোৎসব চলছে। এ অভিযোগের ভিত্তিতে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান পুলিশ নিয়ে রবিবার বিকালে অভিযানে যান। অভিযান চলাকালে ১০-১৫ জনের সংঘবদ্ধ দল টিমের সদস্যদের ওপর অতর্কিত হামলা করে।