লালমনিরহাটের কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দুটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে। সোমবার গভীর রাতে কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম কাবুল মিয়া (৩৫)। তার বাড়ি বৈরাতী গ্রামে। স্ত্রী ও শাশুড়ির কাছে প্রায়ই নেশার টাকা চাইতেন। গভীর রাতে স্ত্রী মমতা ও শাশুড়ি রহিমা ঘুমিয়ে পড়লে কাবুল বাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিদর্শক (তদন্ত) রমজান আলী বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।