নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা নৌকা ও বালু উধাও হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন বিশরপাশা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শাহীদুল ইসলাম। দীর্ঘদিন ধরে মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। গত শনিবার ডাইয়ারকান্দা এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা ও বালু জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে ঘাটে গিয়ে ওই নৌকা ও জব্দ বালু পাওয়া যায়নি।