ফরিদপুরের নগরকান্দা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক কমিটির প্রধান ফরহাদ হোসেন খান তার পদ থেকে পদত্যাগ করেছেন। দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বরাবর পাঠানো পত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী এস এম জাহিদ বলেন, রাজনীতিতে সবারই ব্যক্তিস্বাধীনতা আছে। তবে এখন পর্যন্ত ফরহাদ হোসেনের কোনো পদত্যাগপত্র তিনি হাতে পাইনি।