নেত্রকোনা জেলা সদরের ছয় কিলোমিটার সড়কে ভোগান্তি পোহাচ্ছে হাজারো মানুষ। জেলা সদর থেকে পূর্বধলা ও দুর্গাপুরে যেতে কয়েক বছর ধরে জরাজীর্ণ এই সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন চলাচলকারীরা। জানা যায়, স্থানীয় সরকার বিভাগের অধীনে নেত্রকোনা পৌর শহরের সাতপাই চানখাঁর মোড় থেকে হাটখলা বাজার ভায়া মৌগাতি ৬ দশমিক ২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। এর মধ্যে ১ দশমিক ১ কিলোমিটার নেত্রকোনা পৌরসভাধীন। দুই দপ্তরের টানাপোড়েনেও সড়কটি অবহেলিত। গুরুত্বপূর্ণ স্থাপনা ও বাজারসহ নানা প্রতিষ্ঠান রয়েছে সাতপাই, বরশিকুড়া, কুনিয়া, কাঞ্চনপুর, হাটখলা ও মৌগাতিতে। স্থানীয় রিয়াদ ও ফজলে রাব্বি জানান, এ সড়ক দিয়ে প্রতিনিয়ত সদরের মৌগাতি ইউনিয়ন ছাড়াও পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার মানুষ চলাচল করে। প্রতি বর্ষায় বাড়ে ভোগান্তি। প্রায়ই ঘটে দুর্ঘটনা। হেলেদুলে চলে যানবাহন। নষ্ট হয় রিকশার যন্ত্রাংশ। খানাখন্দে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে সড়কজুড়ে।
নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, একবার মেরামতের পর তিন বছরের আগে ওই সড়কে আর কোনো সংস্কার হয় না। এখানে দুটি অংশ রয়েছে। একটি পৌরসভার। পৌরসভারটি করার জন্য ডিডিএলজিকে বলা হয়েছে। আশা করা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে এ অংশের কাজের অনুমোদন হবে। পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার জানান, সড়কটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।