কুমারখালীতে ভালোবেসে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মির্জাপুর এলাকা থেকে গতকাল তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী জীবনসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। নিহতের নাম সামিহা খাতুন (১৫)।
স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সামিহাকে পিটিয়ে হত্যা করেছে স্বামী জীবন, শ্বশুর সাহেব আলী ও শাশুড়ি নাজমা খাতুন। পরে আত্মহত্যার নাটক সাজিয়ে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে তারা পালিয়েছে।
উপপরিদর্শক প্রকাশ চন্দ্র বাছাড় বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।