কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে জরিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। জরিনা ওই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী। পরিবারের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, জরিনা বেগমের প্রতিবেশী আরিফুল ইসলাম শুক্রবার রাতে একটি নতুন অটোরিকশা কিনে আনেন। রাতেই অটোরিকশাটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সেই অটোতে হাত দিতেই তিনি বিদ্যুতায়িত হন।