সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি। কাঁদায় চলাচলের অযোগ্য হয়ে যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট সীমান্তের চাকমাপাড়ার রাস্তা। এখানে লাগেনি উন্নয়নের ছোঁয়া। এ রাস্তা দিয়ে হাজারো মানুষ চলাচল করে। বেশি সমস্যায় পড়ে অসুস্থ ও শিশু শিক্ষার্থীদের নিয়ে স্বজনরা। স্থানীয়রা জানান, উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট চাকমাপাড়া সাহনাবাদ বড় মসজিদ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা। এ রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়ে ভরে যায় বৃষ্টির পানিতে। এ কারণে এ রাস্তায় যেতে চায় না ভ্যান, অটোরিকশা। নিরুপায় হয়ে হেঁটে যেতে হয় হাজারো মানুষকে। স্থানীয়রা আরও জানান, এ রাস্তার পাশেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা-মাদরাসা ও একটি বড় বাজার। এ ছাড়া পাশের মাঠের সব ফসল এ রাস্তা দিয়েই বাড়ি নিতে হয়। একটু বৃষ্টি নামলেই এখানকার যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এর বেহাল দশার কারণে গ্রামটির সার্বিক উন্নয়ন থমকে আছে। স্থানীয় ওহেদুর বলেন, ‘প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। তাদের চলতে খুবই সমস্যা হয়। জরুরি সেবার কোনো যানবাহনও গ্রামে প্রবেশ করতে পারে না। কেউ মারা গেলে বর্ষার সময় অনেক কষ্ট করে কবরস্থানে নিতে হয়। একেক সময় একেক চেয়ারম্যান এসেছেন। কিন্তু ২০ বছরেও এর কোনো উন্নয়ন করেননি। শুধু ভোট চান। বলেন, করে দেবেন রাস্তা। ভোট চলে গেলে আর খবর রাখেন না।’ স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘ছোটকাল থেকে রাস্তাটি যেমন দেখছি এখন তার চেয়ে বেশি খারাপ হয়েছে। সামান্য বৃষ্টিতে কিছু কিছু জায়গায় হাঁটুকাদা হয়ে যায়।’রাণীশংকৈলের (এলজিইডি) প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ‘ঠাকুরগাঁও উন্নয়ন প্রকল্পের আওতায় ওই এলাকার দেড় কিলোমিটার রাস্তার কাজের জন্য অনুমোদন চাওয়া হয়েছে। ডিপিপি অনুমোদন হলে কাজ দ্রুত শুরু করা হবে।’
শিরোনাম
- জার্মান সেনাবাহিনী শক্তিশালী করার ঘোষণায় কড়া মন্তব্য পুতিনের
- ফ্লোটিলা সদস্যদের আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা
- বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে কঠিন পরীক্ষায় জার্মানি
- পানি সংকটে রাজধানী সরাচ্ছে ইরান
- মধ্যপ্রাচ্যের ‘৩ হাজার বছরের’ সংঘাত সমাধান করব : ট্রাম্প
- ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবী অপহরণের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে
- কেনিয়াকে কাঁদিয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার
- দীর্ঘ বিরতির পর ভারত-চীনের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু
- গাজার পথে সুমুদ ফ্লোটিলা আটক, বিশ্বজুড়ে বিক্ষোভ-ক্ষোভ
- মধ্যপ্রদেশে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় ট্রলি লেকে পড়ে নিহত ১১
- এখনো গাজার দিকে এগোচ্ছে সুমুদ ফ্লোটিলার ‘দ্য ম্যারিনেট’ জাহাজ
- মালয়েশিয়ায় বন্দী বাংলাদেশির পরিচয় জানতে হাইকমিশনের বিজ্ঞপ্তি
- ছিনতাই হওয়া মোবাইল যায় কোথায়
- সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
- ইসরায়েল জলদস্যুতা করেছে : এরদোয়ান
- ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই
- জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
- বাড্ডা থানায় নতুন ওসি
- তিন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
চলাচলের অযোগ্য দুই কিলোমিটার রাস্তা
আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর