সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি। কাঁদায় চলাচলের অযোগ্য হয়ে যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট সীমান্তের চাকমাপাড়ার রাস্তা। এখানে লাগেনি উন্নয়নের ছোঁয়া। এ রাস্তা দিয়ে হাজারো মানুষ চলাচল করে। বেশি সমস্যায় পড়ে অসুস্থ ও শিশু শিক্ষার্থীদের নিয়ে স্বজনরা। স্থানীয়রা জানান, উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট চাকমাপাড়া সাহনাবাদ বড় মসজিদ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা। এ রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে কোনোমতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়ে ভরে যায় বৃষ্টির পানিতে। এ কারণে এ রাস্তায় যেতে চায় না ভ্যান, অটোরিকশা। নিরুপায় হয়ে হেঁটে যেতে হয় হাজারো মানুষকে। স্থানীয়রা আরও জানান, এ রাস্তার পাশেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিমখানা-মাদরাসা ও একটি বড় বাজার। এ ছাড়া পাশের মাঠের সব ফসল এ রাস্তা দিয়েই বাড়ি নিতে হয়। একটু বৃষ্টি নামলেই এখানকার যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এর বেহাল দশার কারণে গ্রামটির সার্বিক উন্নয়ন থমকে আছে। স্থানীয় ওহেদুর বলেন, ‘প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। তাদের চলতে খুবই সমস্যা হয়। জরুরি সেবার কোনো যানবাহনও গ্রামে প্রবেশ করতে পারে না। কেউ মারা গেলে বর্ষার সময় অনেক কষ্ট করে কবরস্থানে নিতে হয়। একেক সময় একেক চেয়ারম্যান এসেছেন। কিন্তু ২০ বছরেও এর কোনো উন্নয়ন করেননি। শুধু ভোট চান। বলেন, করে দেবেন রাস্তা। ভোট চলে গেলে আর খবর রাখেন না।’ স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘ছোটকাল থেকে রাস্তাটি যেমন দেখছি এখন তার চেয়ে বেশি খারাপ হয়েছে। সামান্য বৃষ্টিতে কিছু কিছু জায়গায় হাঁটুকাদা হয়ে যায়।’রাণীশংকৈলের (এলজিইডি) প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ‘ঠাকুরগাঁও উন্নয়ন প্রকল্পের আওতায় ওই এলাকার দেড় কিলোমিটার রাস্তার কাজের জন্য অনুমোদন চাওয়া হয়েছে। ডিপিপি অনুমোদন হলে কাজ দ্রুত শুরু করা হবে।’
শিরোনাম
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- পাকিস্তানে ডনের সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- অবৈধ অনুপ্রবেশ: দীঘিনালায় ভারতীয় যুবক আটক
- ‘আওয়ামী লীগের ভয়ংকর নির্যাতনের কাছে আদর্শচ্যুত হননি খালেদা জিয়া’
- বাংলাদেশকে ফোকলা করেছে এস আলম গ্রুপ: জোনায়েদ সাকি