কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার রাত ১টায় কোস্ট গার্ড কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী খালসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এক ব্যক্তিকে পাহাড়ে উঠতে দেখে থামার সংকেত দেয়। তা অমান্য করে সে গহিন পাহাড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে এ সব জব্দ করা হয়।
তবে মাদক পাচারকারী পালিয়ে যায়। জব্দ মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।