নেত্রকোনার আটপাড়ায় দুর্জয় নামে দিনমজুর এক যুবককে বেধড়ক পেটানোর ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ ঘটনায় মামলা হলেও বাদী কিংবা বিবাদী কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তারা কেউ ফোন রিসিভ করেননি।
ভিডিও পর্যালোচনা ও একটি মামলার কপির সূত্রে জানা যায়, ২৪ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ নিয়ে ঘটনার সূত্রপাত। আটপাড়া উপজেলার বানিয়াজান ইউপি হলরুমে দুর্জয় নামের একজনকে ওই দিন ইউএনও রুয়েল সাংমা বেধড়ক পেটান। দীর্ঘদিন পর সোমবার এ ঘটনায় আটপাড়া আমলি আদালতে রায়হান নামে একজন মামলা করেন।
আসামি করা হয়েছে ইউএনও রুয়েল সাংমাকে। আদালত সূত্রে জানা যায়, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযোগ তদন্ত করবে।
ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার ও নেত্রকোনার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এডিশনাল পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, আমরা অফিসিয়ালি এখনো অভিযোগ পাইনি। হয়ত আইনি প্রক্রিয়া শেষে পাঠাবে। মামলার অভিযোগে উল্লেখ রয়েছে, ভিজিএফের চাল বিতরণকালে নিয়ম মানা হচ্ছে না এমন অভিযোগ তুলে প্রতিবাদ করেন ওই যুবক। তখন তাকে পেটান ইউএনও। ঘটনাটি দীর্ঘদিন ধামাচাপা দিয়ে রাখে একটি মহল।