কক্সবাজারের টেকনাফে বোন জামাইয়ের হাতে যুবক খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যশোর ও মাদারীপুরে উদ্ধার করা হয়েছে দুই ভ্যানচালকের লাশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
কক্সবাজার : টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বোন জামাইয়ের ছুরিকাঘাতে নুরুল আলম (৩২) নামে এক যুবক খুনের অভিযোগ উঠেছে। হ্নীলা পূর্ব পানখালীর পাহাড়ি টিলায় সোমবার রাতে ঘটনাটি ঘটে। অভিযুক্ত বোন জামাইয়ের নাম মো. আবদুল্লাহ। তিনি মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে জানা গেছে। টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
যশোর : অভয়নগর উপজেলার শংকরপাশায় রাস্তার পাশ থেকে ভ্যানচালক লিমন শেখের (২৫) লাশ গতকাল সকালে উদ্ধার করেছে পুলিশ। মাদারীপুর : জেলার শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামে এক ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।