গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে রিপন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। টঙ্গী স্টেশন রোড এলাকায় গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিপন ময়মনসিংহের ত্রিশালের আব্দুল খালেক মিয়ার ছেলে। পুলিশ জানায়, সোমবার সকালে হাবিব নামে এক লোক তার বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। স্টেশন রোড এলাকায় পৌছলে ৩-৪ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে সনাক্ত করে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোবাইল। তখন উপস্থিত লোকজন তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তিনি গুরুতর আহত হলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। ওসি ফরিদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।