লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকার বাঁশখাল থেকে মেডিকেল পর্যন্ত সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে বাঁশকল এলাকায় এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আমদানি-রপ্তানিকারকসহ স্থানীয়রা অংশ নেন। স্থানীয়রা জানান, ১৫ বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। বুড়িমারী স্থলবন্দর থেকে আসা আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সড়ক ব্যবহারে ব্যবসায়ী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তারা। মানববন্ধন চলাকালে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ ঘটনাস্থলে গিয়ে সড়ক সংস্কারের আশ্বাস দেন।