বেতন কাঠামো নিয়ে অসন্তোষ বিরাজ করছে আশুগঞ্জ সারকারখানার শ্রমিক-কর্মচারীর মধ্যে। ‘একই করপোরেশনে একই বেতন স্কেল বাস্তবায়ন’ দাবিতে গতকাল বিক্ষোভ, সমাবেশ ও গেট মিটিং করেছেন তারা। আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সভাপতি বজলুর রশীদ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু কাউছার, বাংলাদেশ কেমিক্যালস ওয়ার্কার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। সমাবেশ শেষে শ্রমিক-কর্মচারীরা কারখানার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, একই করপোরেশনের আওতায় থাকা বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীরা ভিন্ন ভিন্ন বেতন স্কেলে আছেন, যা বৈষম্য তৈরি করছে। তাদের দাবি বিসিআইসির সব প্রতিষ্ঠান ও উপপ্রতিষ্ঠানে কর্মরতদের জন্য সমান জাতীয় বেতন স্কেল কার্যকর করতে হবে। আবু কাউছার বলেন, আমরা বারবার শ্রমিক-কর্মচারীদের বেতন স্কেলের বিষয়ে ন্যায্য দাবির কথা জানিয়েছি, কিন্তু সমাধান হয়নি। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবির ন্যায্যতা তুলে ধরছি। বজলুর রশীদ বলেন, ‘বেতন স্কেলের বিষয়টি সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’