রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রহমতপুর-মেগচামি সড়কের বেশ কয়েকটি স্থান ধসে গেছে। কয়েক মাস আগে সড়কের পাশের মরা চন্দনা নদী থেকে মাটি বিক্রি ও সম্প্রতি ভারী বৃষ্টির কারণে এ ধস- অভিযোগ স্থানীয়দের। প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। দুর্ঘটনার আশঙ্কায় তারা রাতে চলাচল বন্ধ রেখেছেন। ঝুঁকি নিয়ে ছোট গাড়ি চলাচল করলেও বন্ধ হয়ে গেছে ট্রাক, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্সসহ অন্য যানবাহন। স্থানীয়রা জানায়, বালিয়াকান্দি উপজেলার রহমতপুর থেকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামি সড়ক দিয়ে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ চলাচল করে। ওই রাস্তার পাশ দিয়ে মরা চন্দনা নদী প্রবাহমান। কয়েক মাস আগে নদী থেকে অপরিকল্পিত মাটি বিক্রি করা হয়। রহমতপুর এলাকার পাশ দিয়ে চন্দনা নদী থেকে ওই মাটি তোলা হয়। এ কারণে রাস্তার প্রায় ১৫০ মিটার অংশ ভেঙে নদীতে চলে গেছে। এ ছাড়া কয়েক দিনের অতিবৃষ্টির কারণে রাস্তায় ভাঙনের আকার বড় হয়েছে। যে কোনো সময় রাজবাড়ীর বালিয়াকান্দি ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে যোগাযোগ বিছিন্ন হয়ে যেতে পারে। এরপর থেকে ভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী নামিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য নিয়ে খুবই অসুবিধায় পড়েছেন। স্থানীয় কৃষকরা বলেন, রহমতপুর থেকে মেগচামি পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কের বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। এ রাস্তা দিয়ে কৃষিপণ্য ভ্যানে আনা-নেওয়া করা হয়। ঝুঁিক নিয়ে ভ্যান চলাচল করছে। অনেক ভ্যানচালক রাস্তা দিয়ে গাড়ি চালাতে ভয় পায়। ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্র্ঘটনা ঘটেছে। এ রাস্তা দিয়ে প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, ট্রাক চলাচল করত সেগুলো বন্ধ হয়ে গেছে। সাইফুর শিকদার বলেন, মরা চন্দনা নদী থেকে মাটি কাটার পর অতিবৃষ্টি হওয়ায় রাস্তায় ভাঙন শুরু হয়েছে। যাদবপুর এলাকায় ১৫০ মিটার ধসে গেছে। রহমতপুর, যাদবপুর, খালকুলা এলাকার কয়েকটি স্থানে রাস্তায় ভাঙন শুরু হয়েছে। বালিয়াকান্দি এলজিইডি প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস বলেন, রহমতপুর থেকে মেগচামি পর্যন্ত সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এ সড়কের পাশে নদী। নদী থেকে মাটি কাটার কারণে সড়ক ধসে গেছে। এ কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
শিরোনাম
- হংকংয়ে মার্কিন কূটনীতিককে কঠোর সতর্কবার্তা চীনের
- মার্কিন সরকারে দ্বিতীয় দিনে গড়িয়েছে শাটডাউন
- হ্যাকারদের কবলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ
- জার্মান সেনাবাহিনী শক্তিশালী করার ঘোষণায় কড়া মন্তব্য পুতিনের
- ফ্লোটিলা সদস্যদের আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা
- বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে কঠিন পরীক্ষায় জার্মানি
- পানি সংকটে রাজধানী সরাচ্ছে ইরান
- মধ্যপ্রাচ্যের ‘৩ হাজার বছরের’ সংঘাত সমাধান করব : ট্রাম্প
- ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবী অপহরণের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে
- কেনিয়াকে কাঁদিয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার
- দীর্ঘ বিরতির পর ভারত-চীনের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু
- গাজার পথে সুমুদ ফ্লোটিলা আটক, বিশ্বজুড়ে বিক্ষোভ-ক্ষোভ
- মধ্যপ্রদেশে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় ট্রলি লেকে পড়ে নিহত ১১
- এখনো গাজার দিকে এগোচ্ছে সুমুদ ফ্লোটিলার ‘দ্য ম্যারিনেট’ জাহাজ
- মালয়েশিয়ায় বন্দী বাংলাদেশির পরিচয় জানতে হাইকমিশনের বিজ্ঞপ্তি
- ছিনতাই হওয়া মোবাইল যায় কোথায়
- সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
- ইসরায়েল জলদস্যুতা করেছে : এরদোয়ান
- ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই
সড়কে ধস, বন্ধ যানবাহন চলাচল
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর