গাজীপুরের বন্ধ হয়ে যাওয়া এয়ারপোর্ট-গাজীপুর বিআরটি প্রকল্প এবং ঢাকা-টঙ্গী-গাজীপুর চার ও দ্বৈত রেললাইন প্রকল্প দ্রুত শেষ করার দাবি জানিয়েছে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ সংগঠন। গতকাল গাজীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। বক্তারা বলেন, ১২ বছর আগে শুরু হওয়া বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ শেষ পর্যায়ে থাকলেও গত ২৭ জুলাই একনেক সভায় অতিরিক্ত ব্যয়ের অজুহাতে এর পরবর্তী কাজ স্থগিত করা হয়। একইভাবে ঢাকা-টঙ্গী-গাজীপুর চার ও দ্বৈত রেললাইন প্রকল্পও দীর্ঘদিনেও শেষ হয়নি। এর ফলে গাজীপুরবাসী ও উত্তরাঞ্চলের যাত্রীদের দুর্ভোগ অসহনীয় হয়ে উঠেছে।
বক্তাদের দাবিগুলো হলো- বিআরটি প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করা, প্রাপ্ত ১৮৭টি অত্যাধুনিক এসি বাস চালু করা, ঢাকা-গাজীপুর রেললাইন প্রকল্প দ্রুত শেষ করা, শিববাড়ী বিআরটি টার্মিনাল ও জয়দেবপুর রেলস্টেশনের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ, জয়দেবপুর স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি নিশ্চিত করা ও কমিউটার ট্রেনের সময় ও সক্ষমতা বৃদ্ধি করা, সহজে টিকিট প্রাপ্তির ব্যবস্থা ও মাসিক টিকিট চালু করা, রেলক্রসিংয়ে ফ্লাইওভার ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ করা।