নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে পড়ে রুহুল আমিন আশিক (২১) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল টাইগার সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে। তার বাড়ি রংপুরে। তার বাবা আতাউর রহমান জানান, ভবনের সাত তলার কাজ করার সময় নিরাপত্তা বেল্ট ফসকে রুহুল নিচে পড়ে যান। থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।