কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আছাদুর রহমান দুলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন চার্জশিট দাখিল করেন।
জানা গেছে, দুদক জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মো. তারিকুর রহমান বাদী হয়ে ২০২৩ সালের ৫ এপ্রিল জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুর রহমান দুলুকে আসামি করে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে দুলুকে সম্পদ বিবরণী দাখিলের জন্য আদেশ জারি করা হয়। দুলু তার সম্পদ বিবরণীতে ৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার ৫০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন।