কলকারখানায় চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার (পাপ্পু), সাবেক সদস্য জিয়াউল হাসান (স্বপন), মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুল হালিম মোল্লা ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম (সাথী)। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম বলেন, ‘চারজনের বিরুদ্ধে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে দল এমন সিদ্ধান্ত নিয়েছে।’