সিরাজগঞ্জে দুই রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার কড্ডার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের রবিন কুমার কর্মকার (৩২) ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়ার তৌফিক সরকার বাবু (৩৪)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিন ও বাবুকে আটক করে ডিবির একটি দল। এ সময় রবিনের কাছ থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাপ্পি ওরফে পান্না (৪০) নামে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পান্না নিষিদ্ধ সর্বহারা দলের সক্রিয় সদস্য। হোসাইন বলেন, আটকরা বাপ্পি ওরফে পান্নার নেতৃত্বে দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।