নীলফামারীর সৈয়দপুর উপজেলার পোড়াহাট থেকে রংপুরের তারাগঞ্জ পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক সংস্কার ও পাকা করার কাজ শুরু হয় ২০২২ সালে। এক বছরের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে পেরিয়ে গেছে সাড়ে তিন বছর। এখনো শেষ হয়নি নির্মাণকাজ। জানা যায়, সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ করার সময় বেঁধে দেওয়া হয়েছিল। সে সময়ও পার হয়ে গেছে বহু আগে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খোঁজ মিলছে না সংশ্লিষ্ট ঠিকাদারের। তিনি গাঢাকা দেওয়ায় নির্মাণ বন্ধ রয়েছে। সড়ক নির্মাণ না হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সৈয়দপুর উপজেলার হাজারিহাট গ্রামের বাসিন্দা ফয়সাল হোসেন বলেন, সড়কের অনেক জায়গায় বালু ও খোয়া ফেলে ভরাট করা হলেও রোলার করা হয়নি। খোয়ার ওপর দিয়ে যানবাহন চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে। উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু বলেন, এখন পর্যন্ত সড়কের ৬৫ শতাংশ কাজ হয়েছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ওই ঠিকাদারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপর দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা ছিল। হঠাৎ কাজ বন্ধ করে দেন ঠিকাদার। যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আবার দরপত্র দিয়ে কাজ শেষ করার বিষয়টি প্রক্রিয়াধীন। সৈয়দপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সংস্কারের জন্য ২০২২ সালের জানুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বরাদ্দ দেওয়া হয় ২১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার টাকা। দরপত্রের মাধ্যমে কাজ পায় নীলফামারীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স। সূত্র জানায়, সড়কটির ১০ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। বাকি অংশের অনেক স্থানে শুধু ইট বিছিয়ে রাখা হয়েছে। কোথাও খোয়া ফেলা হলেও কার্পেটিং করা হয়নি। অনেক জায়গায় হয়েছে ছোট-বড় গর্ত।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
নীলফামারী
ঢিমেতালে সড়ক নির্মাণ
♦ এক বছরের কাজ শেষ হয়নি সাড়ে তিন বছরেও ♦ গাঢাকা দিয়েছেন ঠিকাদার ♦ চলাচলে দুর্ভোগ স্থানীয়দের
আবদুল বারী, নীলফামারী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর