পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকের দাবি ইউক্যালিপটাস কেটে পরিবেশবান্ধব গাছ লাগানোর। পঞ্চগড়ের বিভিন্ন বাগান, সড়ক ও বাড়ির আঙিনায় চোখে পড়ে নিষিদ্ধ ইউক্যালিপটাস, আকাশমণি। এ গাছ প্রতিনিয়ত সুপেয় পানি শোষণ এবং ভূমির উর্বরতা নষ্ট করে প্রাণপ্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে। হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। অল্প দিনে বড় হয় এবং কাঠের দাম ভালো পাওয়ায় এখনো ক্ষতিকর এ গাছ রোপণ করছেন অনেকে। পরিবেশবিজ্ঞানীদের মতে বাংলাদেশের জলবায়ুর জন্য অত্যন্ত বিপজ্জনক ইউক্যালিপটাস গাছ। মাটি থেকে অতিমাত্রায় পানি শোষণ করে ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায়। একটি ইউক্যালিপটাস আশপাশের প্রায় ১০ ফুট এলাকার ও ভূগর্ভের প্রায় ৫০ ফুট পানি শোষণ করে প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিতে ছাড়ে। এ প্রক্রিয়া ২৪ ঘণ্টাই চলতে থাকে। দ্রুত মাটিতে পানিশূন্যতা দেখা দেয়। আশপাশের অন্য প্রজাতির গাছও জন্মাতে পারে না। মাটির উর্বরাশক্তি কমে। এমনকি এ গাছ কেটে ফেললেও মাটির স্বাভাবিক কার্যকারিতা ফিরে আসতে দীর্ঘ সময় লাগে। পরিবেশবিজ্ঞানীরা আরও জানান, ইউক্যালিপটাসের পাতায় এক ধরনের অ্যান্টিসেপটিক থাকায় এ গাছের নিচে ছোট গাছ বাড়তে পারে না। মারা যায় পোকামাকড়। প্রাণপ্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়নবিষয়ক সংস্থা ‘কারিগর’-এর সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, ‘পঞ্চগড় জেলায় ১ কোটির বেশি ইউক্যালিপটাস গাছ রয়েছে। জীববৈচিত্র্য, কৃষি এবং পরিবেশের জন্য এ গাছগুলো হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ বাপা পঞ্চগড়ের সভাপতি আনোয়ারুল ইসলাম কায়ের বলেন, ‘অনেক আগেই এ গাছ সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া উচিত ছিল। দেরিতে হলেও সরকার এ গাছ নিষিদ্ধ করেছে।’ পরিবেশ অধিদপ্তর বলছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেবেন। জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ইউক্যালিপটাস, আকাশমণি গাছ নতুন করে না লাগানোর চিঠি পেলেও এগুলো কেটে ফেলার নির্দেশনা পাওয়া যায়নি। ক্ষতিকর এ গাছ নির্দেশনা পেলে কাটার উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে লাগানো হবে পরিবেশবান্ধব অন্য প্রজাতির গাছ।
শিরোনাম
- বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে : রুমিন ফারহানা
- গোবিন্দগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
- জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
- চট্টগ্রামের উন্নয়নে সিটির সীমানা বৃদ্ধি প্রয়োজন : মেয়র শাহাদাত
- ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- কলমাকান্দায় জব্দ দুই নৌকার বালু ফেলা হলো বিলে, কৃষকদের ক্ষোভ
- বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
- জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ
- চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
- আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক
- নবজাতককে ফেলে পালালেন মা, বিপাকে বাবা
- মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ
- হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে রিশাদ-সাইফুদ্দিন
- জাতীয় দিবসে ১৪ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে ভিয়েতনাম
- হাওর মহাপরিকল্পনার খসড়া মূল্যায়ন ও হালনাগাদকরণে মতামত আহ্বান
- স্বস্তির খবর নেই সবজির বাজারে, চাল আমদানির খবরে কমছে দাম
- ইরানে চলতি বছর ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর : জাতিসংঘ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৫১৫
- মাদরাসার জন্য জরুরি নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ
- সবাই ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় রয়েছেন: আমীর খসরু
নিষিদ্ধ গাছে হুমকিতে জীববৈচিত্র্য
সরকার হায়দার, পঞ্চগড়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর