রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে ডাকাত দলের সদস্য সাজেদুল শেখ ও রুবেলকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে রাজশাহী নগরীর উপশহরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার এ এ এম হুমায়ুন কবীর।
তিনি জানান, গত ৭ আগস্ট দেশ কোল্ড স্টোরেজে শ্রমিকদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটে। প্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করে চুরির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করে। তিনি জানান, এই গ্রুপটি রংপুর চিনিকলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।