নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে একটি চায়না গার্মেন্টের নির্মাণ কাজ চলমান অবস্থায় চাঁদা দাবি করলে চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের প্যাচাইন এলাকার ওটমা গ্রামে হ্যানোচ হুক অ্যান্ড আই ফাস্টেনার (বা) কোম্পানি লিমিটেডের নির্মাণাধীন স্থানে ঘটনাটি ঘটে। এ ঘটনায় গতকাল বিকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক য্যাং-জিলং সোনারগাঁ থানায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, একটি কোম্পানির কাজে স্থানীয় সন্ত্রাসীদের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।