চলতি অক্টোবর মাসে যাত্রার ১০ বছর পূর্ণ করল পাঠাও। ২০১৫ সালে সাহসী স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আজ দেশের প্রথম সুপার অ্যাপে পরিণত হয়েছে।
পাঠাও বর্তমানে লাখো মানুষকে সংযুক্ত করছে, হাজারো মানুষকে স্বাবলম্বী করছে এবং যাতায়াত, খাবার, ডেলিভারি ও পেমেন্ট ব্যবস্থায় এনেছে বৈপ্লবিক পরিবর্তন।
গত দশকে পাঠাও ৩ লাখেরও বেশি রাইডার, ক্যাপ্টেন ও ডেলিভারি এজেন্টকে ক্ষমতায়ন করেছে, ২ লাখ ব্যবসায়ীর সঙ্গে পার্টনারশিপ গড়েছে এবং ১ কোটি ব্যবহারকারীকে ডিজিটাল সেবার আওতায় এনেছে। ৫ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে পাঠাও এখন বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার অন্যতম অংশীদার।
২০২৫ সালে পাঠাও ‘Super App’ বিভাগে Superbrand উপাধি পায় এবং স্থান করে নেয় Forbes-এর ‘Top 100 to Watch in Asia’ তালিকায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ