বসুন্ধরা সিটি শপিং মলে উদ্বোধন করা হয়েছে দেশের অন্যতম আধুনিক ও মানসম্মত খেলনার ব্র্যান্ড ‘টগি টয়েস’-এর দ্বিতীয় আউটলেট। গতকাল বিকাল ৪টায় বসুন্ধরা সিটি শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে আউটলেটটির উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা ও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চিফ অপারেটিং অফিসার মির্জা মুজাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন টগি টয়েসের অপারেশন ইনচার্জ মো. নেছার উদ্দিন আহমেদ, এসসিএম লোকালের ডিজিএম তারেক মাহমুদ এবং সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও আনন্দমুখর শৈশবের জন্য টগি টয়েস আউটলেটে থাকছে নানান ধরনের আকর্ষণীয় খেলনা। এখানে পাওয়া যাবে আধুনিক ও আন্তর্জাতিকমানের খেলনার সমাহার, যা অভিভাবক ও শিশুদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা।
শেখ এহসান রেজা বলেন, ‘বসুন্ধরা সিটি শপিং মলে আজ (শুক্রবার) টগি টয়েসের যাত্রা হচ্ছে। টগি টয়েসের এ আউটলেটের লক্ষ্য হলো, তাদের ডাইভার্স প্রোডাক্টগুলো অভিভাবক এবং শিশুদের কাছে সহজলভ্য করে তোলা।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি টয় শুধু একটা এন্টারটেইনমেন্টের মাধ্যম নয়, এটা বাচ্চাদের মানসিক বিকাশে সাহায্য করে। আমি টগি টয়েস টিমকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আউটলেট করে দেওয়ার জন্য। তাদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’ টগি টয়েসের প্রথম আউটলেট অবস্থিত বসুন্ধরা আবাসিক এলাকার সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল হেডকোয়ার্টারের গ্রাউন্ড ফ্লোরে। নতুন এ আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে টগি টয়েস এখন রাজধানীর অন্যতম জনপ্রিয় শপিং গন্তব্য বসুন্ধরা সিটিতেও পা রাখল।