মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেল সরবরাহকারী কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হন। তারা হলেন বসির মিয়া, তাঁর স্ত্রী পারভীন আক্তার ও ছেলে রেদোয়ান। কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা অবৈধভাবে পাইপ ছিদ্র করার কারণে এ ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা যায়নি।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন উত্তর ইলাম গ্রামে হঠাৎই তেল সরবরাহকারী কনডেনসেট পাইপলাইনে আগুন ধরে। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপ থেকে বের হওয়া তেল স্থানীয় জৈতা ছড়ার পানিতে মিশে হাওড়ের দিকে ভেসে যায়। তেলের তেজস্ক্রিয়তায় ছড়ার মাছ মরে ভেসে ওঠে। এ সময় অনেকে মাছ ধরতে যান। তখন পানির ওপর ভাসমান তেলে আগুন ধরে গেলে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুনবীর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়াজ ইকবাল মাসুক বলেন, ‘বিকালে বাতাসে তেলের গন্ধ পাওয়া গেলে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। পরে শেভরনের কর্মীরা সেখানে গিয়ে পাইপলাইনে ছিদ্র দেখতে পেয়ে সেটা মেরামতের চেষ্টা করেন। কিন্তু রাত ৯টার দিকে বিকট শব্দ করে আগুন লেগে যায়।’
শেভরন বাংলাদেশের মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান বলেন, ‘বিকালে দুর্বৃত্তরা পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালায়। তখন চারদিকে তেল ছড়িয়ে পড়ে। পরে পানির ওপর ভাসমান তেল থেকেই আগুনের সূত্রপাত হয়। আমরা জরুরি দল পাঠিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’