শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে গতকাল ঢাকা, কুড়িগ্রাম, কেরানীগঞ্জ, নীলফামারীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে অসংখ্য যানবাহনকে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণ করতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা শব্দদূষণ ও কালো ধোঁয়া নির্গমনের দায়ে বিভিন্ন যানবাহনকে জরিমানা করেন। এ ছাড়া পূর্বে কালো ধোঁয়া নিয়ে সতর্ক করা সত্ত্বেও পুনরায় অপরাধ করায় ঢাকায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভারের আমিনবাজারে নয়টি যানবাহন পরীক্ষা করে পাঁচটি যানবাহনের বিরুদ্ধে ১৮ হাজার টাকা জরিমানা আদায় ও নয়টি হর্ন জব্দ করা হয়। অপরদিকে, ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিচালিত অভিযানে পাঁচটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়। কুড়িগ্রাম সদরে ত্রিমোহনী বাজার এলাকায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে চারটি বাস ও দুটি ট্রাকের চালকের কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ১১টি হর্ন জব্দ করা হয়। কেরানীগঞ্জের বড়ইতলা এলাকায় নির্মাণকাজে আইন লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নীলফামারীর বাইপাস মোড়ে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি যানবাহন থেকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও পাঁচটি হর্ন জব্দ করা হয়।