রাজশাহীর বাগমারা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন ও খাদ্য পরিদর্শক আমিরুল ইসলামকে হেনস্তা এবং কর্তব্যরত এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগে আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডিএম শাফিকুল ইসলাম শাফিকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শাফিকে আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতিসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
শাফিকুল ইসলাম আউচপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। তার ভাই ডিএম জিয়াউর রহমান জিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক। আওয়ামী সরকারের পতনের পর এ দুই ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি, চাঁদাবাজি, সরকারি দপ্তরগুলোতে খবরদারি ও ক্যাডার লালনের অভিযোগ উঠেছে। তবে ডিএম শাফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততাই নেই। কিছু লোক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করতে সেখানে গিয়েছিলেন। তখন খাদ্য কর্মকর্তা আমাকে ডাকেন। আমি কাউকে লাঞ্ছিত করিনি। তারপরও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠি দেখেছি।’